বান্দরবানে বুনো হাতির আক্রমণে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ১০:৫১ এএম, ০৮ মে ২০২৩
ফাইল ছবি

বান্দরবানের লামায় বুনো হাতির আক্রমণের শিকার হয়ে আকতার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৭ মে) দিনগত রাত আড়াইটার দিকে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের কুমারি চাককাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকতার ওই এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, জমির পাকা ধান কেটে বাড়ির উঠানে রেখেছিলেন আকতার। গভীর রাতে উঠানে বুনো হাতির উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে হাতির দল তাকে তাড়া করে। একপর্যায়ে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা বন বিভাগের কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, ঘটনাস্থলে বন বিভাগের লোক গেছেন। আইনি প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ তিন লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে।

লামা থানার উপ-পরিদর্শক মো. নাহিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধারে পুলিশ সদস্যরা ঘটনাস্থল গিয়েছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নয়ন চক্রবর্তী/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।