হাতির আক্রমণে প্রাণ গেলো মাহুতের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:২১ এএম, ০৮ মে ২০২৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চুঙ্গাবাড়ি এলাকা থেকে হাতি আনতে গিয়ে আক্রমণে কুলাউড়ার উপজেলার রাসেল মিয়া (৪০) নামের এক মাহুতের মৃত্যু হয়েছে। রোববার (৭ মে) বিকেলে জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের প্রয়াত শহীদ মিয়ার ছেলে।

রাসেলের সঙ্গে থাকা চিনু মিয়া নামের হাতির আরেক মাহুত জানান, জুড়ীর চুঙ্গাবাড়ি এলাকায় তারা রোববার বিকেল ৪টার দিকে হাতি দিয়ে বাঁশমহালের কাজ করছিলেন। এসময় কুলাউড়া থেকে হাতি নিতে আসা রাসেল হাতির সামনে গেলে হাতিটি তাকে আক্রমণ করে। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জাগো নিউজকে বলেন, ঘটনাটি জুড়ী থানা এলাকায় হওয়ায় জুড়ী থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এদিকে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জাগো নিউজকে রাত ১১টায় বলেন, বিষয়টি নিয়ে এখনো কেউ আমাদের কাছে আসেনি। আসলে আমরা ব‍্যবস্থা নেবো।

আব্দুল আজিজ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।