খুলনা সিটি নির্বাচন

মেয়র পদে সাত, কাউন্সিলর পদে ১৮১ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:০১ পিএম, ০৭ মে ২০২৩

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ চলছে।

রোববার (৭ মে) বিকেল পর্যন্ত কেসিসি নির্বাচনে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

রোববার বিকেলে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম মধু এবং সাম্যবাদী দলের নেতা সৈয়দ কামরুল ইসলাম।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেসিসি নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত সাতজন মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা আবদুল আওয়াল, জাতীয় পার্টির নেতা সাবেক আব্দুল গফ্ফার বিশ্বাস, এস এম শফিকুর রহমান, সাম্যবাদী দলের সৈয়দ কামরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. শফিকুল ইসলাম ও আগুয়ান-৭১ এর আব্দুল্লাহ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, কাউন্সিলর পদে ১৮১ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আলমগীর হান্নান/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।