উল্লাপাড়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ।
শুক্রবার (৫ মে) রাত ১০টায় এ কমিটি গঠন করেন রাজশাহী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সফি নূর মোহাম্মদ। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাত সাড়ে ১০টায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পশ্চিমাঞ্চল বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (পাকশি) আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে দুপুর পৌনে ২টায় উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
পরে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শুরু হয়ে ৮ টা ২মিনিটের দিকে শেষ হয়। রাত সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এম এ মালেক/এএইচ/এমকেআর