চলন্ত ট্রেনে সেলফি, সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে প্রাণ গেলো যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ০৪ মে ২০২৩
ফাইল ছবি

চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় সিগন্যাল পোস্টে ধাক্কা লেগে ইস্রাফিল (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর সোয়া ২টার দিকে খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইস্রাফিল যশোরের ঝিকরগাছা থানার মোবারকপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

খুলনার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খুলনার রেলওয়ে জংশন থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেতনা এক্সপ্রেসের যাত্রী ছিলেন ইস্রাফিল। চলন্ত ট্রেনের দরজার বাইরে থেকে তিনি মোবাইল ফোনে সেলফি তুলছিলেন। ট্রেনটি ফুলতলার বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যাল এলাকায় পৌঁছালে সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আলমগীর হান্নান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।