শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ০৪ মে ২০২৩

নরসিংদীর শিবপুরে নদীতে গোসলে নেমে ইয়াসমিন (১৫) ও ইমা (১৬) নামের দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। তাদের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে পলাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে উপজেলার লাখপুর গ্রামের শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইয়াসমিন পলাশ উপজেলার ভাগপাড়া গ্রামের আব্দুল রহিম মিয়ার মেয়ে। ইমা একই গ্রামের ইকবাল হোসেনের মেয়ে।

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রী

ইমা পলাশ কো-অপারেটিভ স্কুলের নবম শ্রেণি ও ইয়াসমিন বাঙ্গাল পাড়া হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রী

ফায়ার সার্ভিস ও নিখোঁজদের পরিবার জানায়, দুপুরে ইমা, ইয়াসমিন ও চাচাতো বোন সাদিয়া লাখপুর খেয়াঘাটের পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ইয়াসমিন ও ইমা নদীর স্রোতে ডুবে যায়। পরে সাদিয়া বাড়িতে গিয়ে তাদের পরিবারকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলে পলাশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রী

প্রাণে বেঁচে যাওয়া সাদিয়া বলে, ‘প্রথমে ইয়াসমিন নদীতে নামে। নামার সঙ্গে সঙ্গে সে তলিয়ে যাচ্ছিল। পরে ইমা ও আমি দুজন তাকে টেনে ধরার চেষ্টা করি। এরপর তিনজনই নদীতে পড়ে যাই। সবার নিচে পড়ি আমি। তাদের দুজনকে টেনে তোলার চেষ্টা করি। কিন্তু পারিনি। তারা তলিয়ে যায়। আমি নদী থেকে পাড়ে উঠে বাসায় খবর দেই।’

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রী

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার সাদেকুল বারি জানান, নিখোঁজদের সন্ধানে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

সঞ্জিত সাহা/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।