চোরাই পথে আসা ১৭৬ বার্মিজ গরু জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৪ মে ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ১৭৬টি বার্মিজ গরু জব্দ করেছে বিজিবি। সোমবার (১ মে) বিকেল ও বৃহস্পতিবার (৪ মে) ভোরে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) লে. কর্নেল রেজাউল করিম এতথ্য নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮১টি বার্মিজ গরু জব্দ করে। এর আগে সোমবার (১ মে) বিকেলে টাস্কফোর্স এবং বিওপি বিশেষ অভিযান চালিয়ে ৯৫টি বার্মিজ গরু জব্দ করে।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, বুধবার (৩ মে) পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক জব্দ করা গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।