পান চুরির অভিযোগে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৪ মে ২০২৩

ঝিনাইদহের কালীগঞ্জে পান চুরির সন্দেহে পিটুনিতে সূর্য মাল ওরফে সূয্যু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) সকালে উপজেলার শালিখা গ্রামে পান চুরির অপরাধে তাকে পিটিয়ে আহত করেন স্থানীয়রা। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ মে) ভোর ৪টার দিকে তিনি মারা যান।

নিহত সূর্য মাল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের মাধবপুর গ্রামের রামচন্দ্র মালের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই পান চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন সকালে স্থানীয় পানচাষি আব্দুর রহিমের বরজে পান তুলতে দেখে তাকে আটক করেন। এসময় উত্তেজিত জনতা তাকে মারপিট করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ডা. রেজোয়ান আহমেদ জানান, ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় বুধবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তার চিকিৎসা চলছিল। কিন্তু বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করেছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।