রংপুরে বৃক্ষমানব পরিবারের পরীক্ষা-নিরীক্ষা শুরু


প্রকাশিত: ০৮:৪৪ এএম, ০৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

হাতে পায়ে গাছের মতো শিকড় গজানো বিরল রোগে আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর কালসারডাড়া গ্রামের তাজুল ইসলাম (৪৮) ও তার ছেলে রুহুল আমিনের (১০) চিকিৎসাসেবা শুরু হয়েছে। মঙ্গরবার দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের ভর্তি করানোর পর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান বলেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে খুলনার পাইকগাছার আবুল বাজনদারের মতোই তাজুল ও রুহুলের শরীরে এ রোগের লক্ষণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হতে আগামীকাল বুধবার তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে বলেও তিনি জানান।

‘এবার রংপুরে বৃক্ষমানব পরিবারের সন্ধান’ শিরোনামে গত রোববার জাগো নিউজে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সর্বত্র আলোড়ন সৃষ্টি করে। বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এমনকি চায়ের দোকানেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বৃক্ষমানব পরিবারের খবরটি।

রংপুরে বৃক্ষমানব পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সমাজসেবা অফিস ও স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন সকল কার্যালয়সহ ইসলামী ব্যাংক ও সাহায্য সহযোগিতা প্রদানকারী সংস্থাও ওই পরিবারটির খোঁজ-খবর নেয়া শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ৩ হাজার টাকা প্রদান করা হয়েছে।। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়নাল আবেদীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম ও তার ছেলে রুহুল আমিন দীর্ঘদিন ধরে এ রোগে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।