টেকনাফে অস্ত্রের মুখে অপহৃত ২ কৃষক একদিন পর উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৪ এএম, ০২ মে ২০২৩

 কক্সবাজারের টেকনাফে পানের বরজে কাজ করতে গিয়ে অপরণের শিকার দুই কৃষককে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ মে) রাত ৮টার দিকে জাহাজপুরা পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া দুই কৃষক হলেন- টেকনাফের বাহারছড়া ৬ নম্বর ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩৩) ও সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)।

পুলিশ জানায়, রোববার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়ন জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর চারজন কৃষক পানের বরজে কাজ করতে যান। এসময় অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণ করার চেষ্টা চালায়।

এ সময় রহিম উদ্দিন ও রেদুয়ান নামে দুজন কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা। বাকি দুজন মো. আব্দুল্লাহ ও আব্দুল আমিন পালিয়ে আসেন। তবে তাদেরও কুপিয়ে জখম করা হয়। এরপরও তারা কোনো রকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার জাহাজপুরা সংলগ্ন পাহাড়ের ভেতর অভিযান চালিয়ে অপহৃত দুই কৃষককে উদ্ধার করা হয়। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।

সায়ীদ আলমগীর/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।