সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ০১ মে ২০২৩

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সচালক। 

সোমবার (১ মে) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পঞ্চগড়ের দেবিগঞ্জ থানার লক্ষ্মীর হাট গ্রামের মানিক উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০), আব্দুল বাতেন (৪০) ও মেয়ে রানু আক্তার (২২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশিকুর রহমান জানান, বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বগুড়া থেকে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের দুই ভাই ও এক বোন নিহত হন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি আরও বলেন, অ্যাম্বুলেন্সের চালক গুরুতর আহত হয়েছেন। তিনি রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মরদেহ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।