গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থিতা হারালেন যারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০১ মে ২০২৩

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল রোববার (৩০ এপ্রিল)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। এ সময় তিনি জাহাঙ্গীর আলমসহ তিনজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ডের ছয়জন এবং সাধারণ ওয়ার্ডের ১৭ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মনোনয়পত্র বাতিল হওয়া তিন মেয়র প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, অলিউর রহমান ও আবুল হোসেন।

বাতিলকৃত সাধারণ কাউন্সিল প্রার্থীরা হলেন- ৬ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৭ নম্বর ওয়ার্ডে হামিদুর রহমান, ৯ নম্বর ওয়ার্ডে আনিসুর রহমান, ১২ নম্বর ওয়ার্ডে দেওয়ান মো. সোলায়মান, ১৯ নম্বর ওয়ার্ডে শাহীন আলম ও মোশারফ হোসেন, ২০ নম্বর ওয়ার্ডে এসএম সারওয়ার জাহান, ২২ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন, ২৩ নম্বর ওয়ার্ডে খোরশেদ আলম রিপন, ২৭ নম্বর ওয়ার্ডে হানিফ তালুকদার, ৩২ নম্বর ওয়ার্ডে হাজী মোহাম্মদ আলী ও সালেহ আহমেদ শাহজাহান, ৩৩ নম্বর ওয়ার্ডে জামাল খান ও আমিন উদ্দিন সরকার, ৩৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম মিয়া, ৪৫ নম্বর ওয়ার্ডে গাজী আল আমিন ও ৫৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন কামাল।

বাতিল হওয়া সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- ৩ নম্বর ওয়ার্ডে শাহিদা আক্তার, ৫ নম্বর ওয়ার্ডে শিরিনা আক্তার, ৭ নম্বর ওয়ার্ডে আয়েশা আক্তার, ১৫ নম্বর ওয়ার্ডে পারুল খানম, ১৭ নম্বর ওয়ার্ডে রোখসানা পারভীন ও ১৮ নম্বর ওয়ার্ডে ফেরদৌসি বেগম।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বেশিরভাগ প্রার্থীর ঋণ খেলাপির জন্য মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন।

তিনি আরও বলেন, সব বৈধ প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোন প্রার্থী প্রতিক বরাদ্দের আগে কোনো পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ডসহ প্রচারণা করতে পারবেন না। যদি এ সময়ের মধ্যে কেউ প্রচারণা চালানো চেষ্টা করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।