পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভ, পরে ক্ষমা চাইলেন এমপির পিএস
এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভ করেছেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) শাহাদাত হোসেন ভূঁইয়া। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে তিনি ভিডিওটি নিজের আইডি থেকে মুছে দেন ও ভুলবশত লাইভের জন্য ক্ষমা চেয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফেনীর সোনাগাজী উপজেলার বক্তারমুন্সি ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র পরিদর্শনে যান সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। এসময় প্রায় ১৪ মিনিট নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করেন তার ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, এটা কোনো সিরিয়াস বিষয় না। ভুলবশত ভিডিও লাইভটা করা হয়েছে। বিষয়টি তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, পরীক্ষাকেন্দ্রে লাইভ করার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি সংসদ সদস্যকে জানানো হয়েছে। ওনার ব্যক্তিগত সহকারী কেন এটা করেছেন, সেটা তিনি জানেন না। ভবিষ্যতে যাতে এমন কিছু না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শন করতে পারেন। তবে পরীক্ষার কেন্দ্রে দলবদ্ধ হয়ে প্রবেশ করা নিয়মের মধ্যে পড়ে না। কারণ এতে পরীক্ষার্থীদের মনোযোগে সমস্যা হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারেন না। মোবাইল নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে।
কেন্দ্র পরিদর্শনের সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অনীক চৌধুরী, কেন্দ্রসচিব মাওলানা আফসার উদ্দিন ফারুকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল আমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সংসদ সদস্যের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক মোস্তাফিজ।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস