নাশকতার মামলায় ধুনট বিএনপির আহ্বায়ক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৩

নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় বগুড়ার ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার বিকেল ৩টার দিকে বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনছুর পাশা জানান, ২০২২ সালের ৮ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় বিএনপির সমাবেশে যাওয়ার কারণে পুলিশ নাশকতার অভিযোগ এনে ধুনট উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল আলম মামুনসহ ৫৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। ওই মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামুন।

মামুনের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, পুলিশের করা মামলায় রোববার আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।