বৃষ্টির সঙ্গে পড়লো ৫ কেজি ওজনের শিলা
রাজবাড়ীর পাংশা উপজেলায় বৃষ্টির সঙ্গে পাঁচ কেজি ওজনের একটি শিলা পড়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পাশে চান্দুর মোড় এলাকায় বিশাল আকৃতির শিলাটি পড়ে।
স্থানীয়রা জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হয়। কিছু সময় পর হঠাৎ চান্দুর মোড় এলাকায় বিশাল আকৃতির একটি শিলা পড়ে। যার ওজন প্রায় পাঁচ কেজি। এতবড় শিলা স্থানীয়রা আগে কখনোই দেখেননি। শিলাটি দেখে তারা অবাক হয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিষয়টি আমি শোনার পর কয়েকজনকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তারা সেটি শিলা বলেই নিশ্চিত করেছেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জাগো নিউজকে বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ আমার কাছে ওই শিলা নিয়ে আসেনি।
রুবেলুর রহমান/এসজে