নেত্রকোনায় অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৫:২০ এএম, ২৯ এপ্রিল ২০২৩

নেত্রকোনায় যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষার নেতৃত্বে হাওর অঞ্চলে অসহায় কৃষকের কয়েকটি জমির পাকা ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা। যুবলীগের কেন্দ্রীয় কমিটির চলমান কর্মসূচির অংশ হিসেবে অসহায় কৃষকের জমির ধান কেটে দেওয়া হয়।

জেলা সদরের শিমুলজানি গ্রামের কৃষক নূরুল ইসলাম খান। পাকা ধান নিয়ে শ্রমিক সংকটের কারণে কয়েকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন। তিনি বলেন, একজন শ্রমিককে রোজ এক হাজার টাকা দিতে হয়। একদিকে শ্রমিক সংকট ও অন্যদিকে হাতে টাকা না থাকায় ধান কাটতে পারছিলাম না। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাজারে বসে এ নিয়ে কথা বলছিলাম। এসময় একজন ছাত্র ফোন করে যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষাকে বিষয়টি জানায়। পরে শুক্রবার সকাল থেকে ২০ জনের মতো নেতাকর্মী এসে আমার একটি ক্ষেতের পাকা ধান কেটে দিয়ে যায়।

ধান কাটায় অংশ নেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ আহমেদ রসি, আমিনুল ইসলাম, পাভেল আহমেদ, সাজ্জাদ আহমেদ সিদ্দিকী, উদীচীর দপ্তর সম্পাদক ঝলক সরকার, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসিব হৃদম, সাংগঠনিক সম্পাদক শুভ সরকারসহ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীবৃন্দ।

যুবলীগ নেতা অ্যাডভোকেট মাশহুদুল মান্নান তৃষার বলেন, আমরা জানতে পারি কৃষক নূরুল ইসলাম খান শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না। আবহাওয়ার পূর্বাভাসে আগাম বন্যা শিলাবৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা থাকায় আমরা নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে সারাদিন কাজ করে জমির ধান কেটে দিয়েছি। কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনামতো আমরা মানবিক এসব কাজ করে যাচ্ছি।

এইচ এম কামাল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।