ছেলের লাঠির আঘাতে প্রাণ গেলো মায়ের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

বগুড়ার সারিয়াকান্দিতে ছেলের লাঠির আঘাতে কাজলী বেগম ওরফে ময়না বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ এপ্রিল) সকালে তিনি মারা যান।

ময়না বেগম উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কুতুবপুর গ্রামের মৃত সিদ্দিকের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ময়নার ছোট ছেলে মোমিন মিয়া (৪২) তার মেয়ে মৌসুমিকে শাসন করতে লাঠি হাতে তাড়া করেন। এসময় নাতনিকে বাঁচাতে ময়না বেগম এগিয়ে গেলে মোমিনের হাতে থাকা লাঠিতে তার মায়ের মাথায় আঘাত লেগে যায়। এতে গুরুতর আহত হন ময়না বেগম। স্থানীয়রা উদ্ধার করে কুতুবপুর বাজারের একজন পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তার মাথায় সাতটি সেলাই দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টার দিকে ময়না বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে মোমিন পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, ভিক্টিমের পরিবার তথ্য গোপন করতে মরদেহ তার বাবার বাড়িতে নিয়ে দাফনের চেষ্টা করছিল। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেকে পাঠানো হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।