বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জন বাসদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বলেছে, লোক দেখানো নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চাকে কলুষিত করায় শরিক হবে না বাসদ।

বুধবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় বাসদ বরিশাল জেলা কার্যালয়ে আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বাসদ নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনার কোনো দৃষ্টান্ত বা সক্ষমতা প্রমাণ করতে পারেনি। জনগণেরও এ নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই। সাম্প্রতিক সময়ের বেশিরভাগ নির্বাচনে ২৫ শতাংশের ওপর খুব কমই ভোট প্রয়োগ হয়েছে। ঢাকায় দুটি উপ-নির্বাচনে ১০ এবং ১৪ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী লীগ তার মহাজোটভুক্ত দলগুলোকে নিয়ে একধরনের জনবিচ্ছিন্ন তামাশার নির্বাচন করছে।

মনীষা চক্রবর্তী আরও বলেন, গত বছরের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে দিনদুপুরে ভোটডাকাতির বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নতুন নির্বাচন কমিশনও এ পর্যন্ত কোথাও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারেনি। ফলে বাসদ এ লোক দেখানো পাতানো নির্বাচনে অংশ নিয়ে এ কলুষিত নির্বাচনকে বৈধতা দিতে চায় না।

সংবাদ সম্মেলনের শেষে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য মানিক হাওলাদার, দুলাল মল্লিক, মাফিয়া বেগম, শহিদুল ইসলাম, সন্তু মিত্র, গোলাম রসুল, বিজন শিকদার প্রমুখ।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।