যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যা

খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৩

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত হত্যার ঘটনায় থানায় কোন মামলা হয়নি।

বুধবার (২৬ এপ্রিল) সকালে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু এ আলটিমেটাম দেন।

আরও পড়ুন: ওমরাহ শেষে গ্রামে ফিরেই খুন যুবলীগ নেতা নোমান, নেপথ্যে কী?

তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে কঠোর কর্মসূচি ডাকা হবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু বলেন, নোমান ও রাকিবের মরদেহের সুরতহাল শেষ হয়েছে। সদর হাসপাতালে মর্গে তাদের ময়নাতদন্ত চলছে। বিকেল ৫টায় বশিকপুর মাদরাসা মাঠে দুজনের জানাজা অনুষ্ঠিত হবে। খুনি যেই হোক পুলিশ তা শনাক্ত করবে। দ্রুত খুনিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এদিকে এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সন্ত্রাসী বাহিনী প্রধান কাশেম জিহাদীকে সরাসরি দায়ী করছেন নোমান ও রাকিবের স্বজনরা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, দুষ্কৃতিকারীরা গুলি করে নোমান ও রাকিবকে হত্যা করেছে। ঘটনার তদন্ত চলছে। কারা, কেন এ হত্যা করেছে আশা করি তা বের হয়ে আসবে। র‌্যাবকে বিষয়টি জানানো হয়েছে।

কাজল কায়েস/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।