ঘুমের ঝিম কাটাতে নদীতে গোসল, ডুব দিয়ে আর উঠলেন না বৃদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৩ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আজাহার আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার হলহলিয়া রেলসেতু এলাকায় ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাহার আলী উপজেলার অনন্তপুর পূর্বপাড়া গ্রামের মৃত কায়েমউদ্দিনের ছেলে।

বৃদ্ধ আজাহার আলীর ছেলে আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে ঘুমের ওষুধ সেবন করছিলেন। শনিবার (২২ এপ্রিল) রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন। রোববার সকালে ঘুম থেকে উঠে ঝিমাচ্ছিলেন। ঘুমের ভাব কাটাতে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেননি তিনি। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাকসুদুর আলম সনি জাগো নিউজকে বলেন, আমরা ওই বৃদ্ধকে মৃত অবস্থায় পেয়েছি।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।