ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৩ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

পিরোজপুরে মোটরসাইকেলে করে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জাকারিয়া হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ এপ্রিল) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে শনিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ওই সেতুতে ঘুরতে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হন জাকারিয়া।

নিহত জাকারিয়া পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার টগড়া গ্রামের কবির হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে জাকারিয়া হোসেন বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর মোটরসাইকেলটি পড়ে যায়। এতে জাকারিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।