পঞ্চগড়ে আহমদিয়া ন্যাশনাল আমিরের ঈদুল ফিতরের নামাজ আদায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৩ এপ্রিল ২০২৩

পঞ্চগড় জেলার আহমদনগরে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন আহমদিয়া মুসলিম জামাতের ন্যাশনাল আমির আব্দুল আউয়াল খান চৌধুরী।

নামাজ শেষে খুতবা পেশ করা হয়। খুতবায় তিনি বলেন, পবিত্র কুরআনে আছে, ‘তোমরা কখনো আল্লাহর কৃপা ও ক্ষমা থেকে নিরাশ হবে না।’ এই আয়াত বিদ্যমান থাকা অবস্থায় কোনো মুসলমান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে পারে না। আমরা যত গুনাহগারই হই না কেন, তিনি অসীম দয়ালু ও পরম ক্ষমাশীল আর আমাদের ক্ষমা করতে পারেন।

খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য এবং সব বিপাদ থেকে যেন বিশ্ববাসীকে রক্ষা করেন এজন্যও দোয়া করা হয়।

একইভাবে সারাদেশে আহমদিয়া মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। এরপর তিনি গত ২-৩ মার্চে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যদের বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক সদস্যদের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।

জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।