ঈদের দিন না ফেরার দেশে ভাই, হাসপাতালে বোন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ এপ্রিল ২০২৩

ছোট বোনকে মোটরসাইকেলে বসিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ আশুড়ার বিলে কাঠের সেতু দেখতে যাচ্ছিলেন মাসুদ রানা (২১)। গরিবপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এ ঘটনায় তার বোনসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২২এপ্রিল) দুপুর ১২টার দিকে বিরামপুর-নবাবগঞ্জ আঞ্চলিক সড়কের গরিবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা বিরামপুর উপজেলার জোতবানি ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন মাসুদ রানার বোন জিন্নাত রহমান বিথি (১৩), শাহেদ হোসেন (২০) ও মনিরা আক্তার (১৫)। তারা সবাই একই এলাকার বাসিন্দা। আহত জিন্নাত রহমান বিথি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাহারিয়ার পারভেজ সজল বলেন, সড়ক দুর্ঘটনায় বুকে আঘাত লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে।

মাহাবুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।