লালমনিরহাটে শিলাবৃষ্টিতে আউশ ধানের ব্যাপক ক্ষতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৮ এএম, ২২ এপ্রিল ২০২৩

লালমনিরহাটে ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিতে টিনের ঘর ও আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন জায়গায় হালকা বাতাসসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

শুক্রবার (২১ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকায় প্রায় ১৫ মিনিট ধরে বড় বড় শিলাবৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি এলাকায় শিলাবৃষ্টির কারণে বেশকিছু পুরাতন তৈরি টিন ঘর ছিদ্র হয়েছে। আধাপাকা আউশ ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের এমন ক্ষতিতে হতাশ হয়ে পড়ছেন কৃষকরা।

শিবেরকুটি এলাকার রিজু মিয়া জাগো নিউজকে বলেন, বড় বড় শিলাবৃষ্টির কারণে আমার টিনের ঘর ছিদ্র হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে ঘরে থাকবো? একই এলাকার আরপান আলী বলেন, বৃদ্ধা মাকে নিয়ে যেই ঘরে থাকি সেই ঘর টিন ছিদ্র হয়ে গেছে। বৃষ্টির পানিতে বিছানা ভিজে গেছে। শনিবার ঈদ। ঈদের দিন বৃষ্টি হলে কেমন অবস্থা হবে বুঝতে পারছি না।

ঘুঘুটারী এলাকার কৃষক শরিফুল ইসলাম বলেন, ১৫ বিঘা জমি বর্গা নিয়ে আউশ ধানের আবাদ করেছি। ধান ঘরে তোলার সময় হয়েছে। এমন সময় শিলাবৃষ্টিতে সব ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করবো বুঝতে পারছি না।

শিবেরকুটি এলাকার ইউপি সদস্য লোকমান হাকিম বলেন, রাতে শিলাবৃষ্টিতে ধানের অনেক ক্ষতি হয়েছে। অনেক ধান গাছ মাটিতে শুয়ে পড়েছে।

এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমানকে কয়েকবার ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।

রবিউল হাসান/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।