ঈদযাত্রা
৭-৮ বছরে এবারই প্রথম যানজটমুক্ত গাজীপুর
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার যানজটমুক্ত পরিবেশে গাজীপুর পার হয়ে গন্তব্যের উদ্দেশ্যে যেতে পেরেছেন উত্তরবঙ্গের লাখ লাখ যাত্রী। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনেক আগে থেকেই নানা পরিকল্পনা গ্রহণ করেছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। তাদের সেই পরিকল্পনা সফল বাস্তবায়ন হয়েছে এ বছরের ঈদযাত্রায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, গাজীপুর মহানগর দেশের অর্থনীতির অন্যতম উৎপাদন কেন্দ্র। বেশিরভাগ গার্মেন্টস, ওষুধ কারখানা ও অন্যান্য উল্লেখ্যযোগ্য শিল্পপ্রতিষ্ঠানের অবস্থান গাজীপুর সিটি করপোরেশনের মধ্যে। প্রায় ৬৫ লাখ লোকের কাঙ্ক্ষিত নাগরিক ও পুলিশি সেবা দিতে আমরা নিরলসভাবে কাজ করছি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের গুরুত্বপূর্ণ মহাসড়ক টঙ্গী ব্রিজ থেকে রাজেন্দ্রপুর অংশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০ হাজার বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়া অন্যান্য মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ২৪ ঘণ্টা বিপুলসংখ্যক গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল করে। এসব সড়কে ঈদযাত্রা নিয়ে শঙ্কায় ছিলেন যাত্রীরা।
গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত চলাচলকারী বলাকা পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, বিগত ৭-৮ বছরের মধ্যে এবারই যানজটমুক্ত পরিবেশে গাজীপুর থেকে ঢাকায় বাস নিয়ে যাতায়াত করতে পেরেছি।
গাজীপুর থেকে প্রতিদিন ঢাকায় গিয়ে অফিস করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, এবার পবিত্র রমজানে ঢাকায় গিয়ে যানজটমুক্ত পরিবেশে অফিস করতে পেরেছি। ৭-৮ বছর আগে যা কল্পনাও করা যেতো না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন জানান, জিএমপি এরিয়ায় যানজট সহনীয় পর্যায়ে রাখা ও সড়ক- মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখাই ট্রাফিক বিভাগের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
আমিনুল ইসলাম/এসআর/এমএস