দ্বিগুণ দামে তরমুজ বিক্রি করায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২০ এপ্রিল ২০২৩

শরীয়তপুরের ভেদরগঞ্জ বাজারে দ্বিগুণ দামে তরমুজ বিক্রি করায় দুই ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ভেদরগঞ্জ বাজারের ফলপট্টিতে ঈদ উপলক্ষে বিশেষ এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

দ্বিগুণ দামে তরমুজ বিক্রি করায় জরিমানা

এসময় তরমুজ ব্যবসায়ী জসিম বেপারীকে দুই হাজার ও মামুন পেদাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজার মনিটরিংয়ে এসে দেখা যায়, ৫০০-৬০০ টাকার তরমুজ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। দ্বিগুণ দামে এসব তরমুজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।