রাঙ্গামাটি

পর্যটক খরা কাটিয়ে ঈদে ভালো ব্যবসার আশা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০২৩

চাঁদের ওপর নির্ভর করে আগামী ২২ কিংবা ২৩ এপ্রিল দেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর। রমজানে পর্যটন ব্যবসা ভালো না হওয়ায় ঈদে তা পুষিয়ে নেওয়ার প্রত্যাশা এখন পর্যটন ব্যবসায়ীদের।

ঈদে পর্যটকে সরগরম থাকবে পর্যটন নগরী রাঙ্গামাটি। আবারও হোটেল-মোটেল থাকবে ভরপুর। হ্রদে ছুটবে পর্যটকদের নৌযান। পর্যটনস্পটগুলো থাকবে লোকে লোকারণ্য এমনটাই প্রত্যাশা রাঙ্গামাটির পর্যটন ব্যবসায়ীদের।

বিজ্ঞাপন

jagonews24

রাঙ্গামাটি ট্যুরিস্ট বোটচালক শের আলী বলেন, গত এক মাস তেমন কোনো বুকিং পাইনি বললেই চলে। স্থানীয় কিছু বুকিং হয়েছে মাত্র। এই এক মাস চলতে ভীষণ কষ্ট হয়েছে। একে তো কোনো বুকিং নেই, পর্যটক নেই, অন্যদিকে হ্রদে পানির স্বল্পতা। আশা করছি, একটু বৃষ্টি হলে হ্রদে পানি হবে আর ঈদে পর্যটক আসবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

jagonews24

তবলছড়ি বার্মিজ মার্কেটের ব্যবসায়ী তন্দ্রা চাকমা বলেন, আমাদের মূল ব্যবসা হয় পর্যটকের ওপর নির্ভর করে। রমজানের এই এক মাস তেমন কোনো পর্যটক আসেনি বললেই চলে। ব্যবসা খুবই খারাপ গেছে। আশা করছি, ঈদের ছুটিতে পর্যটক আসবে, আমাদের ব্যবসাও ভালো হবে। আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রমজান মাসে বুকিং হয়নি বললেই চলে। একটি প্রজেক্ট চলমান অবস্থায় বন্ধ হয়ে গেলে যে কী পরিমাণ ক্ষতি হয় তা আসলে বলার অপেক্ষা রাখে না। আমাদের এই একমাসে ব্যবসার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

jagonews24

তিনি আরও বলেন, সামনে ঈদ। আশা করছি, কিছুদিনের মধ্যে বুকিং হতে শুরু করবে। আর এবার ঈদে রমজানে ব্যবসার ক্ষতি পুষিয়ে ভালো ব্যবসা করা যাবে।

বিজ্ঞাপন

সাইফুল উদ্দীন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।