আলতাদিঘী জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:২০ এএম, ১৮ এপ্রিল ২০২৩

নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ৩০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় উদ্যান শালবনের দাদরপুর সংলগ্ন এলাকায় আগুন লাগে।

আলতাদিঘী জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড

বিষয়টি নিশ্চিত করে উপজেলা বন বিট কর্মকর্তা আনিছুর রহমান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে আমাদের এক ডিউটি অফিসার উদ্যানের ভেতরে আগুন দেখতে পান। তিনি বিষয়টি আমাকে জানালে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩০ মিনিট চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন।

তিনি বলেন, আগুনে প্রায় তিন শতক এলাকাজুড়ে বাগানে পড়ে থাকা শুকনা পাতা পুড়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে।

আলতাদিঘী জাতীয় উদ্যানে অগ্নিকাণ্ড

ধামইরহাট উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল বলেন, পথচারীদের ছুড়ে ফেলা কোনো বিড়ি অথবা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে আসায় শালবনের কোনো ক্ষতি হয়নি।

আব্বাস আলী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।