সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে এ দুই শ্রমিকের মৃত্যু হয়।

তারা হলেন উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল খালিকের ছেলে শাহিন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের স্টেশন রোডে স্থানীয় ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক নিয়মিত কাজ করেন। ঘটনার সময় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে প্রথমে একজন শ্রমিক ভেতরে প্রবেশ করলে বিষাক্ত গ্যাসের কারণে আহত হন। পরে তাকে উদ্ধারে অপরজন নামলে দুজনই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান।

খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপজেলা মেডিকেল অফিসার ডা. নিশাত জাহান তাদের মৃত ঘোষণা করেন।

পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলাউড়া ফায়ার সার্ভিসের লিডার শংকর রায় জাগো নিউজকে বলেন, সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হতে পারে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররাফ হোসেন জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুল আজিজ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।