দলীয় মনোনয়নে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত: কাজী জাফরুল্লাহ
দলের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য কাজী জাফরুল্লাহ বলেছেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। আপনি চেয়ারে আছেন বলে মনোনয়ন পাবেন এমন না। দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে।
সোমবার (১৭ এপ্রিল) দুপুরে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
একই মঞ্চে বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি-জামায়াতের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। এ দলকে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না। আমরা একাত্তরে আলবদর-রাজাকারদের পরাস্ত করেছি। প্রয়োজন হলে আবার তাদের পরাজিত করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাহা উদ্দীন নাছিম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজম্মেল হক।
ভোরে ৬টায় জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম পর্বে সকাল সাড়ে ৯টায় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পরে শেখ হাসিনা মঞ্চের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। এসময় পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, গালর্স গাইড, বিএনসিসি কুজকাওয়াজ প্রদর্শন করে।
একই স্থানে বাংলাদেশ আনসার বাহিনী অর্কেস্ট্রা দলের গীতিনাট্য জল, মাটি ও মানুষ প্রদর্শন করা হয়। সেখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং পর্যায়ক্রমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা অধিনয়ের মাধ্যমে তুলে ধরেন আনসার অর্কেস্ট্রা দলের শিল্পীরা।
আসিফ ইকবাল/এসআর/এএসএম