২৮ মিটার উঁচু থেকে পড়ে প্রাণ গেলো ভারতীয় নাগরিকের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২৩

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত অবস্থায় এফজিডি (অ্যাশ ক্লিয়ারেন্স প্ল্যান্ট) থেকে পড়ে ব্রিজেশ কুমার ভার্মা (৩২) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ২৮ মিটার উঁচুতে কাজ করা অবস্থায় অবসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন ব্রিজেশ কুমার ভার্মা। পরে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ব্রিজেশ কুমার ভার্মা ভারতের উত্তর প্রদেশের ফয়জাবাদ জেলার হারদাই লালপুর এলাকার রাম প্রতাপ ভার্মার ছেলে। তিনি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, অসাবধানতাবশত পা পিছলে পড়ে গিয়ে আহত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।