পরিবেশবান্ধব নগর গড়ে তোলার চেষ্টা করবো: আজমত উল্লাহ
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় গাজীপুর সিটি নির্বাচনে আজমত উল্লাহর নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজমত উল্লাহ খান বলেন, আমি তিনবারে ১৮ বছর এখানে (টঙ্গী পৌরসভা) মেয়র ছিলাম। আমার বিরুদ্ধে কেউ ১৮ টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। মানুষ এরকম স্বচ্ছ ব্যক্তিদের জনপ্রতিনিধি হিসেবে চাচ্ছে এবং তাদের বিবেচনায় আমার সেই অভিজ্ঞতাগুলো রয়েছে। সুতরাং ১০ বছর আগের গাজীপুর আর আজকের গাজীপুরের মধ্যে পার্থক্য অনেক বেশি। আমি আশা করি, সবাইকে নিয়ে আমরা আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করবো।
তিনি বলেন, আমাদের নেতৃত্ব এখানে আছে, আমার সঙ্গে আছে। সেই নেতৃত্বকে নিয়ে বসে সবাইকে সমন্বিত করেই আমরা আমাদের কার্যক্রম ব্যাপকভাবে শুরু করবো। নির্বাচন কমিশনের যে নিয়মাবলী রয়েছে তা সম্পূর্ণ মেনেই আমরা নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করবো।
আজমত উল্লাহ বলেন, যারা আওয়ামী লীগের মনোনয়ন চেয়েও পাননি আমি তাদের সঙ্গেও কথা বলবো, আমার দলের নেতৃত্বের সঙ্গেও কথা বলবো। আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বে যদি বিশ্বাসী হন তাহলে দলের যে সিদ্ধান্ত তা যে কেউ মাথা পেতে নেবেন।
গাজীপুর নিয়ে ভাবনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো পরিকল্পিত নগরী হয়নি, মানুষকে সম্পৃক্ত করা হয়নি এবং যে প্রায়োরিটি দেওয়া উচিত সেই প্রয়োরিটি দেওয়া হয় নাই। আমাদের এখানে অবকাঠামো উন্নতির সঙ্গে ময়লা-আবর্জনার যে বিষয়টি সেটা প্রায়োরিটিতে আনা উচিত ছিল। আজকে ঘরের বাইরে এখানে-সেখানে সব জায়গাতেই ময়লা আবর্জনা। এভাবে ময়লার ভাগাড় দিয়ে কিন্তু পরিবেশবান্ধব নগর করতে পারবো না। এটাকে অবশ্যই আমি আমার অগ্রাধিকারে নিয়ে আসবো।
আজমত উল্লাহ আরও বলেন, মানুষের মধ্যে সুপেয় পানি দেওয়ার জন্য আমি টঙ্গী পৌরসভার মেয়র থাকাকালে ৫৬টি ডিপ টিউবওয়েল করেছিলাম। হাজার হাজার কোটি টাকা আসলেও এখানে কিন্তু এর বাইরে একটি ডিপ টিউবওয়েলও হয় নাই। সুতরাং মানুষকে সুপেয় পানি দেওয়া, একটা পরিবেশবান্ধব একটি নগর গড়ে তোলার চেষ্টা করবো। এছাড়া ভবিষ্যত প্রজন্মের জন্য আমাদের যে ডোবা-খালগুলো রয়েছে এগুলোকে যে কোনো অবস্থাতে পুনরুদ্ধার করতে হবে। আমার সব পরিকল্পনার কথা নির্বাচনী ইশতেহারে আপনাদের সামনে তুলে ধরবো।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে।
মো. আমিনুল ইসলাম/এমআরআর/জেআইএম