ঘাট থেকে সরকারি ৩৫৪ বস্তা চাল জব্দ, আটক ১
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার খাদ্য গুদাম থেকে অবৈধভাবে বিক্রি হওয়া প্রায় সাড়ে ১৭ টন (৩৫৪ বস্তা) চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রসুলপুর ঘাটে চালগুলো জব্দ করা হয়। এসময় নেত্রকোনা সদরের চল্লিশার এলাকার ফজর উদ্দিনের ছেলে লুৎফুর মিয়াকে আটক করা হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার খালিয়াজুরি উপজেলা খাদ্য গুদাম থেকে ১৭ টন ৫৫৪ কেজি সরকারি চাল শুক্রবার রাতে বের করে উপজেলার রসুলপুর ধনু নদের ঘাটে নেওয়া হয়। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসন গিয়ে চালগুলো জব্দ করে।
উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, কবীর হোসেন, নগর ইউনিয়নের নারী সদস্য নমিতা রানী, কৃষ্ণপুর ইউনিয়নের শিউলী মৌমিক, শামীম মিয়া খাবিখা প্রকল্পের সভাপতি হিসেবে চাল তুলে বিক্রি করেছিলেন বলে জানা গেছে।
খবর পেয়ে খালিয়াজুরির সহকারি কমিশনার (ভূমি) সামিন সারোয়ার রসুলপুর ঘাটে গিয়ে চালগুলো জব্দ করেন। তিনি বলেন, সরকারি গুদামের চাল ক্রয়- বিক্রয়ের অনুমতি না থাকায় তা জব্দ করা হয়েছে। একইসঙ্গে এক ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে খালিয়াজুরি উপজেলা খাদ্য কর্মকর্তা রুবাইদুর রানা বলেন, ‘চালগুলো টিআর-খাবিখার চাল। এগুলো উপজেলা চেয়ারম্যান নিচ্ছিলেন। শুক্রবার বিকেলে এগুলো বের করা হয়েছে। নির্ধারিত ডিওর মাধ্যমে চালগুলো বের হয়েছে। তারা বের করে কী করবে আমরা তা জানি না।’
জানতে চাইলে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানি জব্বার বলেন, এ চালের ব্যাপারে আমি কিছুই জানি না। তবে শুনেছি, এগুলো খাবিখা প্রকল্পের চাল। প্রকল্পের সভাপতিরা তুলে ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন।
এইচ এম কামাল/এসআর