পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো দুই যাত্রীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
ফাইল ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শুঁটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুঁটকি নদীর নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এতে নুরজাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত মজনু মিয়াকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত একজনের মরদেহ হবিগঞ্জ হাসপাতাল ও আরেকজনের মরদেহ বানিয়াচং রয়েছে। আহতদের বানিয়াচং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।