ডা. জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাতে গণস্বাস্থ্য কেন্দ্রে মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৩
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ তার প্রতিষ্ঠা করা গণস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়েছে। তাকে এক নজর দেখতে হাজারো মানুষের ঢল নেমেছে।

শুক্রবার (১৪ এপ্রিল) সাড়ে ১০টা থেকে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীরা।

jagonews24

খোঁজ নিয়ে জানা যায়, মরদেহটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা থেকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। জুমার নামাজের পর পঞ্চম জানাজা শেষে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের পাশেই তার দাফন হবে।

jagonews24

আরও পড়ুন: সাভারের গণস্বাস্থ্যে পৌঁছেছে জাফরুল্লাহর মরদেহ 

মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

মাহফুজুর রহমান নিপু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।