সাভারের গণস্বাস্থ্যে পৌঁছেছে জাফরুল্লাহর মরদেহ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৩

ফ্রিজার ভ্যানে করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছেছে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে মরদেহটি। শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সুচনা ভবনের পাশে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টা থেকে জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজের পর পিএইচ এ মাঠে আরেকটি জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছে জাফরুল্লাহ চৌধুরীর পরিবার।

সাভারের গণস্বাস্থ্যে পৌঁছেছে জাফরুল্লাহর মরদেহ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ৪র্থ জানাজা শেষে সাভারের উদ্দেশ্যে রওনা দেয় মরদেহবাহী গাড়িটি।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গণস্বাস্থ্য কেন্দ্রের সিইও ডা. মঞ্জুর কাদির জানান, সাভারে পৌঁছলেও আজ রাতে আর কোনো আনুষ্ঠানিকতা নেই।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।