প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, জানা গেলো ১৯ বছর পর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:৫২ পিএম, ১১ এপ্রিল ২০২৩

রাজশাহীর বাঘা উপজেলায় ২০০৪ সালের একটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে আকসেদ আলী সিকদার তার মেয়েকে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় ওই শিশুর নিজ মা ও সৎ মা আদালতে জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী জেলা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ সংবাদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাঘা থানার লক্ষ্মীনগর গ্রামে ২০০৪ সালে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা আকসেদ আলী সিকদার হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে পুলিশ এজাহারে বর্ণিত ২০ আসামির বিরুদ্ধে ২০০৪ সালের ৩০ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করে।

পিবিআইয়ের এ কর্মকর্তা বলেন, দীর্ঘদিন বিচার কার্যক্রম পরিচালনা করে আদালতের কাছে প্রতীয়মান হয় যে, এই মামলার আসামিরা হত্যাকাণ্ডে জড়িত নয়। হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের খুঁজে বের করার জন্য অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই রাজশাহীকে নির্দেশ দেন আদালত।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এই মামলার তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি মামলার বাদী গ্রামের প্রতিপক্ষ মোল্লা বংশকে ফাঁসানোর উদ্দেশ্যে নিজেই তার মেয়ে রেবেকা খাতুনকে (১৩) হত্যা করেন। তার দুই স্ত্রী ভায়েলা বেওয়া ও অফিয়া বেওয়া আদালতে গত ৯ এপ্রিল ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এসময় তারা স্বীকার করেন, তাদের স্বামী হাসুয়ার কোপে তার মেয়েকে হত্যা করেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, এ মামলায় বর্তমানে ২০ আসামি জামিনে আছেন। তবে আমাদের প্রতিবেদনে মূল আসামি মামলার বাদী আকসেদ আলী ২০১৯ সালে মারা গেছেন।

সাখাওয়াত হোসেন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।