জামালপুরে সাংবাদিককে অপহরণচেষ্টা, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১০ এপ্রিল ২০২৩

অডিও শুনুন

প্রতিবেদন প্রকাশের জেরে জামালপুরের বকশীগঞ্জে এক সাংবাদিককে ডেকে নিয়ে মারধরসহ অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য শিলা সরোয়ারের বিরুদ্ধে।

সোমবার (১০ এপ্রিল) সকালে এ ঘটনার একটি ধ্বস্তাধস্তির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। তার আগে রোববার (৯ এপ্রিল) দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

ওইদিন বিকেলে আহত অবস্থায় সাংবাদিক রাশেদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তিনি দৈনিক ভোরের কাগজের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক জোর করে সাংবাদিক রনিকে গাড়িতে তোলার চেষ্টা করছেন। এসময় তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছেন। সেইসঙ্গে নারীকণ্ঠে একজনকে ‘গাড়িতে ওঠ’ বলতে শোনা যায়। কিছুক্ষণ পর গাড়ির দরজা বন্ধ করে রনির গলা চেপে ধরলে তিনি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন।

জানতে চাইলে সাংবাদিক রাশেদুল ইসলাম রনি দাবি করেন, অভিযুক্ত শিলা সরোয়ার উপজেলার বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকের সমর্থক ও ঘনিষ্ঠজন। সম্প্রতি ছোট একটি বিষয় নিয়ে স্থানীয় এক সাংবাদিকের গায়ে হাত তোলেন চেয়ারম্যান। পরে সেই বিষয়টি নিয়ে তিনি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর থেকেই চেয়ারম্যান ও তার সমর্থকদের সঙ্গে রনির মনোমালিন্য চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে তিনি উপজেলা পরিষদ চত্বরে অবস্থানের সময় জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার তাকে ডেকে নিয়ে যান। তার ডাকে উপজেলা পরিষদের সামনে গেলে শিলা সরোয়ার, তার গাড়ির ড্রাইভার ও বডিগার্ড তাকে মারধর শুরু করেন। এরপর অপহরণ করার উদ্দেশ্যে গাড়িতে তোলার চেষ্টা করেন। এসময় তার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের সদস্য শিলা সরোয়ার বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পিকনিকে তিনি একটি গান গেয়েছিলেন, সেই গানটি বিকৃত করে ফেসবুকে ছেড়েছেন সাংবাদিক রনি।

বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তাছাড়া আমার সঙ্গে কারও কোনো বিবাদও নেই।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। তবে ফেসবুকের কল্যাণে জেনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।