৭ মাসেও সংগ্রহ হয়নি অপারেশনের টাকা, চোখের সামনে পচছে নাফিসের হাত

রাশেদুল হাসান রাশেদুল হাসান , সহ-সম্পাদক
প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৮ এপ্রিল ২০২৩

ক্রমেই দুঃস্বপ্ন ভর করছে পোশাক শ্রমিক নাফিস ইমতিয়াজের (১৮)। সাত মাস ধরে ভাঙা হাত বয়ে বেড়াতে হচ্ছে তাকে। মাত্র দুই লাখ টাকার জন্য অপারেশন করাতে পারছে না নাফিসের অসহায় পরিবার। দুর্ঘটনার পর থেকে ধারদেনা করে প্রাথমিক চিকিৎসা করালেও অপারেশনের টাকা জোগাড় করা সম্ভব হয়নি।

নাফিসের বাড়ি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। তার বাবা নেজাম উদ্দিন চা দোকানি। নাফিস ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাহ গার্মেন্টসে চাকরি করতেন।

আরও পড়ুন: চিকিৎসা করাতে না পেরে ছেলেকে বেঁধে রেখেছেন বাবা-মা

নেজাম উদ্দিন জানান, ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর কর্মস্থলে যাওয়ার পথে ঢাকার চিটাগাং রোডে দুর্ঘটনায় নাফিসের বাম হাতের কনুই বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করে। সেখানে অর্থোপেডিক্স বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লার তত্ত্বাবধানে চিকিৎসাধীন নাফিস।

তিনি আরও জানান, তার অপারেশন ও যন্ত্রাংশ কিনতে দুই লাখ টাকার মতো খরচ হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপারেশন সম্ভব না হলে তার হাতটি কেটে ফেলতে হবে। আমি গরিব মানুষ। চা বেচে খাবারই জোটে না ছেলের চিকিৎসা করাবো কি দিয়ে? ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় গত সাত মাস চিকিৎসা খরচ চালিয়েছি। কিন্তু কিছুতেই অপারেশনের টাকা জোগাড় করতে পারছি না।

আরও পড়ুন: শিশু হাসানের কিডনির ছাঁকনিতে ছিদ্র, দিন দিন বড় হয়ে যাচ্ছে পেট

এ বিষয়ে নাফিসের মামা মো. ইউনুছ জানান, তার নিয়মিত চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। অপারেশন করাতে পারলে তার হাতটি রক্ষা পাবে। নয়তো সারাজীবনের জন্য অকেজো হয়ে পড়বে নাফিস। তাকে সুস্থ করে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।