গ্রেফতার এড়াতে ১৪ বছর পলাতক, তবুও শেষ রক্ষা হলো না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৩

নোয়াখালীতে পরিচয় গোপন করে পালিয়ে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. ইউসুফকে (৩০) ১৪ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে ঢাকার মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউসুফ সোনাইমুড়ী উপজেলার বারাহিনগর গ্রামের রফিক উল্যাহর ছেলে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ২০০৯ সালে সাব্বির হত্যাকাণ্ডের পর থেকে আসামি ইউসুফ পলাতক ছিলেন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মগবাজার এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি ১৪ বছর পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।