তালা ভেঙে ইফতার মাহফিল করলেন ড. মঈন খান
তালা ভেঙে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। পরে হযবরল অবস্থার মধ্য দিয়ে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নে আয়োজিত বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠান চলাকালে মঞ্চে ওঠা নিয়ে নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে নেতাকর্মীরা বাধা দেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে ইউনিয়নের লালমিয়া কমিউনিটি সেন্টারে এসব ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীরা জানান, লালমিয়া কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপি। নেতাকর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সেখানে গেলে কমিউনিটি সেন্টারটি তালাবদ্ধ দেখতে পান। পরে উত্তেজিত নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
নেতাকর্মীদের অভিযোগ, ইফতার মাহফিল পণ্ড করতে কমিউনিটি সেন্টারে তালা দিয়েছে পুলিশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সরকার ইসলাম ধর্মে বিশ্বাসী নয়। তারা যদি সত্যিকার অর্থে ইসলামে বিশ্বাসী হতো, তাহলে এ দেশের প্রতিটি মানুষকে যার যার ধর্ম পালনে সুযোগ দিতো। পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে বিএনপির ইফতার মাহফিলের কমিউনিটি সেন্টারে তালা দিতো না।
তবে পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ আহাম্মেদ অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, পুলিশ বিএনপির ইফতার মাহফিলে বাধা দেবে কেন। সেখানে তো পুলিশই যায়নি। তারা নিজেরাই তালা লাগিয়ে পুলিশের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।
সঞ্জিত সাহা/এসজে/এএসএম