বাল্যবিয়ে বন্ধ করে দিলেন ইউএনও
রাঙ্গামাটির কাপ্তাইয়ে একটি বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। একইসঙ্গে কিশোরীর মায়ের কাছ থেকে মুচলেকা নেন তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ইউএনও তার দপ্তরে কিশোরী ও তার মায়ের উপস্থিতিতে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়া এবং পড়ালেখা করানোর বিষয়ে মুচলেকা নেন ।
কাপ্তাই মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার ছালেহ আহমেদ সেলিম জানান, ওই কিশোরী বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় তার বিয়ে ঠিক হয়। অভিভাবকরা বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন ইউএনও।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও রুমন দে বলেন, অভিভাবকের কাছে মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
সাইফুল উদ্দীন/এসআর/জেআইএম