বেশি দামে পোশাক বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
আমদানিকারক প্রতিষ্ঠানের সিল না থাকা, ভ্যাটের আলাদা ট্যাগ না লাগানো ও বেশি দামে পোশাক বিক্রির দায়ে বরিশালে তিন প্রতিষ্ঠানকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি খাবার হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর সদর রোডের বিভিন্ন কসমেটিকস ও কাপড়ের শোরুমে অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।
আরও পড়ুন: ধাপে ধাপে জরিমানা নেবে ট্রাফিক পুলিশ
অভিযান পরিচালনাকারী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, দুপুরে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টারের চন্দ্রবিন্দু কাপড়ের শো রুমে ভ্যাটের আলাদা ট্যাগ না লাগানোর অপরাধে ৪০ হাজার টাকা, টপ টেন শোরুমে কসমেটিকসে আমদানিকারকের সিল না থাকায় ৫০ হাজার টাকা ও দ্বিতীয় তলার অঙ্গসাজ শোরুমে অতিরিক্ত মূল্য রাখায় আট হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে ইফতার বিক্রির অভিযোগে নগরীর আকাশ হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
শাওন খান/আরএইচ/এএসএম