‘ভুল’ চিকিৎসায় পুড়লো নবজাতকের দুই পা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০২ এপ্রিল ২০২৩

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক নবজাতকের দুই পা পুড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জন্মের ১২ দিন পার হলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি ওই নবজাতক। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ পরিবারের।

নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ রাতে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জয়মন্টপ ইউনিয়নের নাজিরপুর এলাকার শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার। রাতেই ওই প্রসূতির অস্ত্রোপচার করেন ডা. মাহমুদা সুলতানা সাকি। অস্ত্রোপচারের পর নবজাতকটি কান্না না করায় তাকে অ্যানালগ পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় অতিরিক্ত হিট দেওয়ায় নবজাতকের দুই পা পুড়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ওই নবজাতককে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। পরে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে নেওয়া হয়।

নবজাতকের বাবা শুকুর আলী বলেন, ‘অসাবধানতার সঙ্গে হিট দিয়ে আমার সন্তানের দুই পা পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখানে চারদিনে আমার এক লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখনো শিশুটি আশঙ্কামুক্ত হয়নি।’

‘ভুল’ চিকিৎসায় পুড়লো নবজাতকের দু্ই পা

এ বিষয়ে ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বিপ্লব দেওয়ান বলেন, ‘জন্মের পর নবজাতকটিকে অ্যানালগ পদ্ধতিতে হিট দেওয়া হয়। তবে আমরা যখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করি তখন শিশুটির পা ভালো ছিল। যেহেতু একটা দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

মানিকগঞ্জের সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বি.এম খোরশেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।