রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ মণ তারসহ আটক দুই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০২ এপ্রিল ২০২৩

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

রোববার (২ এপ্রিল) সকালে কেন্দ্রের সিনপ্লেক্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে ১২০ কেজি (৩ মণ) তামার তার, তার কাটার যন্ত্র ও তিনটি মোবাইল জব্দ করা হয়।

আটকরা হলেন মোংলার মিঠাখালী এলাকার জালাল শেখের ছেলে মহিদুল শেখ (২৬) ও রামপালের কাদির খোলা এলাকার মনিরুল শেখের ছেলে হাসিবুর শেখ (২৫)।

৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে মালামালসহ থানায় সোপর্দ করা হয়েছে।

এ নিয়ে গত ১১ মাসে ৫৫টি অভিযানে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি হওয়া ৬৬ লাখ ৬২ হাজার ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৪৬ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করলেন আনসার সদস্যরা।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।