জলাতঙ্ক আতঙ্কে ৬ কুকুর মারলো এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ০২ এপ্রিল ২০২৩

জলাতঙ্ক রোগে আক্রান্ত ও উপসর্গে দুজনের মৃত্যুর পর পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের পুরানচর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই শনিবার (১ এপ্রিল) দিনভর পিটিয়ে ছয়টি কুকুরকে মেরে ফেলেছে এলাকাবাসী।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই গ্রামে খবির উদ্দীন মোল্লা (৬০) বুধবার রাতে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যান। দুই সপ্তাহ আগে তার শ্যালক প্রামাণিকের ছেলে আব্দুল হাই (৪৫) জলাতঙ্ক রোগের উপসর্গে মারা যান। এছাড়া ২৫ মার্চ সাঁথিয়া পৌর এলাকায় একটি কুকুর সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশত মানুষ ও বেশ কয়েকটি গরু ছাগলকে আক্রমণ করে। এরপর থেকেই লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শনিবার থেকে যুবক-তরুণরা কুকুর নিধন শুরু করেছে।

jagonews24

আরও পড়ুন: এবার জলাতঙ্ক রোগে মারা গেলেন বৃদ্ধ

সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জাগো নিউজকে বলেন, জনসাধারণের আতঙ্কের কিছু নেই। শনিবার (২৪ মার্চ) যাদের কুকুরে কামড় দিয়েছিল তাদের উপজেলা পরিষদের রোগী কল্যাণ তহবিল থেকে অর্থ বরাদ্দ দিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কোনো এলাকায় কুকুর কামড় দিলে বা কুকুর অস্বাভাবিক আচরণ করলে তাৎক্ষণিক স্থানীয় স্বাস্থ্যকর্মী বা উপজেলা পরিষদে জানাতে হবে।

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, যে দুজন লোক জলাতঙ্ক রোগে মারা গেছেন তারা ভ্যাকসিন না নিয়ে কবিরাজি চিকিৎসা নিয়েছিলেন।

আমিন ইসলাম জুয়েল/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।