খুলনায় দ্বিতীয় দফায় চিকিৎসাসেবা বন্ধ


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০৫ মার্চ ২০১৬

খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে খুলনা জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতালে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে।

বিএমএ’র আহ্বানে শনিবার সকালে দ্বিতীয় দফায় চিকিৎসকরা সেবা প্রদান থেকে বিরত থাকেন। এতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোববারও এই কর্মবিরতি চলবে।

এর আগে গত রোববার রাতে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন কর্মরত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও আ.লীগ নেতা ওহিদুজ্জামান এবং তার ভাইসহ কিছু বহিরাগত সন্ত্রাসী দ্বারা লাঞ্ছিত হন। এ ঘটনার প্রতিবাদে শহীদ ডা. মিলন চত্বরে গত বুধবার দুপুরে বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করে।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।