মহাদেবপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ৩১ মার্চ ২০২৩
ফাইল ছবি

নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদকে (৭০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কালাম আজাদ উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং চকগোড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

আটকরা হলেন- মোহম্মদ আলীর বোন রওশন আরা, স্ত্রী শাহানাজ বেগম ও তার মেয়ে শাপলা খাতুন।

আরও পড়ুন: সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

স্থানীয়রা জানায়, চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদ তার ছেলে মেহেদী হাসানের নামে কিছু জমি কিনেন। শুক্রবার ওই জমিতে মাটি ভরাটের কাজ করার সময় একই গ্রামের প্রতিপক্ষ মোহম্মদ আলী, তার বোন রওশন আরা, স্ত্রী শাহানাজ বেগম, মেয়ে শাপলা খাতুন, ভাগিনা রাব্বানী বাধা দেন। একপর্যায়ে প্রতিপক্ষরা লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের ওপর হামলা চালায়। এতে গুরুত্বর আহত হন আবুল কালাম আজাদ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আব্বাস আলী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।