কাঁচা ধান কাটায় সালিশে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
নেত্রকোনার মদনে কাঁচা ধান কাটা নিয়ে গ্রাম্য সালিশে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার নায়েকপুর ইউপির বাঁশরী গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেছেন মদন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। আহত সবাই বাঁশরী গ্রামের বাসিন্দা।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে একই গ্রামের নজরুল আমিন ফেরদৌসের জমির কাঁচা ধান কাটেন ওয়াসিম, শামীম ও চন্দন। এ সময় জমির মালিক ফেরদৌসের ছেলে জুয়েল (২০) ধান কাটার প্রতিবাদ করলে তিনজন মিলে জুয়েলকে মারধর ও কাঁচি দিয়ে আঘাত করেন। ওই দিনই আহত জুয়েল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
বিষয়টি মীমাংসার জন্য জুয়েলের চাচা ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকের বাড়িতে শুক্রবার দুপুরে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসেন। এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়।
মদন থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান সিরাজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’পক্ষই ইটের ঢিল নিক্ষেপ করেছে। ঢিলগুলো ঘটনাস্থলে গিয়ে পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ও পুলিশের নজরদারীতে রয়েছে। আহতদের মধ্যে অনেককে মমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। কয়েকজন মদন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচ এম কামাল/এফএ/এএসএম