বরিশালে ছাত্রদলের হামলায় ৬ ছাত্রলীগকর্মী আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১০:২৯ এএম, ৩১ মার্চ ২০২৩
আহত ছাত্রলীগকর্মীদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে ছাত্রলীগের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে। এতে ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০টায় নগরীর বগুড়া রোড এলাকায় এ ঘটনা ঘটে। এর সঙ্গে জড়িত সন্দেহে নাজিম মাহমুদ নামে এক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- ছাত্রলীগকর্মী এইচ এম রিশাদ মাহমুদ, মারুফ, সোহান, অনিক, খালিদ, এভ্রিল।
তাদের অভিযোগ, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরেই কলেজ ছাত্রলীগের কার্যক্রমে বাধা দিয়ে আসছিলেন। বরিশাল কলেজের কোনো শিক্ষার্থী ছাত্রলীগের কর্মসূচিতে এলে তাদের ভয়ভীতি দেখানো হতো। এরই জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেশীয় অস্ত্র দিয়ে দুজনকে কুপিয়ে ও চারজনকে পিটিয়ে গুরুতর আহত করেন ছাত্রদলের কর্মীরা।

এ বিষয়ে বরিশাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কোপাকুপি হয়েছে শুনেছি। তবে ওই ঘটনায় ছাত্রদল জড়িত না। আমাকে ফাঁসাতে রাজনৈতিকভাবে নাম ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা আটক হলেই তো জানা যাবে যে ছাত্রদল নাকি ছাত্রলীগই কোপাকুপি করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ হামলাকারীদের একজনকে রামদাসহ আটক করেছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।